সামাজিক দায়বদ্ধতা

১. ই-বইপত্রের সকল বই পাওয়া যাবে বিনামূল্যে

ই-বইপত্র পাঠকের কাছে সবসময়ই বিনামূল্যে বই সরবরাহ করবে। যে সব বইয়ের বিশেষ কপি কেনার ব্যবস্থা থাকবে সেগুলোও বিনামূল্যে পাওয়া যাবে। বিশেষ কপিতে শুধু মূল্য পরিশোধের একটি স্মারক থাকবে। তাছাড়া আর কোনো পার্থক্য থাকবে না।

২. ওপেনসোর্স

ই-বইপত্রের বইপত্র, ওয়েবসাইট এবং কন্টেন্ট জেনারেশনের সফটওয়্যার সবই ওপেনসোর্স এবং গিটহাবে পাওয়া যাবে।

৩. পাঠক ও লেখকের জন্যই ই-বইপত্র

আমরা বিশ্বাস করি লেখকের মেধার মূল্যপরিশোধ করা আমাদের কর্তব্য। আমরা এও বিশ্বাস করি ইবুকের দাম হার্ডকপির তুলনায় কম হওয়া উচিত। ই-বইপত্র ব্যবসা করবে না। পাঠক থেকে লেখক পর্যন্ত বইয়ের দাম শতভাগ পৌঁছানো হবে আমাদের লক্ষ্য। লেখক ও পাঠকের মধ্যে ব্যবসা নয় বরং মননের সম্পর্ক গড়ে তুলতে ই-বইপত্র কাজ করে যাবে।